OrdinaryITPostAd

ধর্ম বলতে কি বুঝায়


 অর্থে ‘ধর্ম’ শব্দটি সংস্কৃত ‘ধৃ’ ধাতু থেকে নেয়া হয়েছে, যার অর্থ ধারণ করা। সুতরাং শব্দগত অর্থে বলা যায় যে, জীবনকে যা ধারণ করে তাই ধর্ম। সাধারণত ব্যক্তিগত জীবনের এবং জাতীয় জীবনে যা যথার্থ সংহতি আনে তাই ধর্ম। আর ধর্মের কাজ সত্য ও সুন্দরকে নিয়ে, ধর্মবোধ মানুষের নীতিবোধকে উন্নত করে আবার উন্নত নীতিবোধ ধর্মবোধের অগ্রগতিকে সহায়তা করে এবং ধর্ম হল এক ধরনের বিশ্বাস। ধর্ম বলতে আমরা কোন এক বিশেষ ধর্মকে বুঝি না। ধর্ম বলতে আমরা বুঝি-কোন অতিপ্রাকৃত সত্তায় মানুষের বিশ্বাস, যে তার জীবনের সকল মূল অনুভূতিকে এবং ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। (ধর্মদর্শন)


২. সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য কি?


উত্তরঃ- সনাতন ধর্মের কথা হচ্ছে- “আত্মনঃ মোক্ষার্থং জগদ্ধিতায় চ”- অর্থাৎ নিজের মোক্ষ ও জগতের কল্যাণের জন্যই মানব জীবন। সুতরাং এক কথায় ঈশ্বরের প্রতি বিশ্বাস রেভে নিজের মুক্তি ও জগতের কল্যাণের জন্য কাজ করাই সনাতন তথা হিন্দু ধর্মের মূল বৈশিষ্ট্য। (জ্ঞান-মঞ্জুরী)


৩. সাকার পূজা মানে কি?


উত্তরঃ- “যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমার পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়”। (শ্রীরামকৃষ্ণ)


৪. হিন্দুদের সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান কোথায়?


উত্তরঃ- আধ্যাত্মিক তত্ত্বের দিক থেকে মাতৃসেবাই সর্বশ্রেষ্ঠ তীর্থ। 


৫। শ্রীমদ্ভগবদ্‌গীতা সম্পর্কে মহাত্মা গান্ধী কি বলেছেন? 


উত্তরঃ- “যখন সন্দেহ আমাকে ঘিরে ধরে, হতাশা সম্মুখে উপস্থিত হয় আর আমি দুরান্তে কোন আশার আলোক দেখতে পাই না, তখন ভগবদ্‌গীতা আশ্রয় করে শান্তি পাওয়ার মতো কোন শ্লোক খুঁজে পাই। সঙ্গে সঙ্গে আমি অত্যন্ত দুঃখের মধ্যে হাসতে আরম্ভ করি। যাঁরা গীতার ওপর ধ্যান করবেন, তাঁরা প্রতিদিন পরম আনন্দ ও নব নব অর্থ পাবেন”। % জয় শিব শম্ভু %

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪